নকশালবাড়িতে দাঁতাল হাতির হামলায় মৃত্যু এক মহিলার
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন, দার্জিলিং:
সোমবার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের টুকরিয়াঝার জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে দাঁতাল হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত ওই মহিলার নাম বিনা সিংহ (৫৩)। সে নকশালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঢাকনাজোত এলাকার বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন ওই মহিলা টুকরিয়াঝার জঙ্গল থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছিল। এরপর জঙ্গলে ওই মহিলা একটি দাঁতাল হাতির সম্মুখীন হয়। এবং হাতির হামলায় ঘটনাস্থলে ওই মহিলার মৃত্যু হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় টুকরিয়াঝার রেঞ্জের রেঞ্জার টি টি ভুটিয়া নেতৃত্বে বনকর্মীরা। এরপর বনকর্মীরা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।
No comments