Recent comments

ads header

শিলিগুড়ি মহকুমার বিধাননগরে পথ দুর্ঘটনায় মৃত্যু প্রাক্তন প্রধানের,শোকের ছায়া এলাকায়

 


বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন, দার্জিলিং: শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সুজয় মজুমদারের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা গিয়েছে যে রবিবার রাতে বাইকে করে বাড়ি ফিরছিল সুজয়বাবু। এরপর বাড়ির সামনে একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে। এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন ভোরবেলা তার মৃত্যু হয়। অপরদিকে ঘাতক গাড়িটিকে আটক করে বিধাননগর থানার পুলিশ। এর পাশাপাশি ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।

No comments