অমিতের অন্নদাতা গাইলেন সোনার দিদিকে ছেড়ে দেব না খুশি হয়ে নিজের উত্তরীয় পরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
রোহিত সেখ, নিউজ অনলাইন, বোলপুর , বীরভূম:
তাঁর হৃদয়ে আসলে কে জায়গা করে নিয়েছে তা একমাত্র তিনি নিজেই বলতে পারবেন। তবে অমিত শাহের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাউল দোতারা হাতে নিয়ে গাইলেন তোমায় ‘হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না’ গেয়ে উঠলেন বাসুদেব দাস বাউল। আজ থেকে ঠিক ১০ দিন আগে গেয়েছিলেন বাউল বাড়ির, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চে দিদির পাশে দাঁড়িয়ে থাকবেন বললেন অজস্র মানুষের সামনে।
বোলপুরের এই বাউল শিল্পীর। তাঁর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী এসে মধ্যাহ্নভোজ সেরেছিলেন ঠিকই। কিন্তু গরিব বাউল শিল্পীর কথা শোনার সময় হয়নি অমিত শাহ। নিজের অভাব অভিযোগের কথা কিছুই জানানোর সুযোগ পাননি বাউল। পরে নিজেই জানিয়ে ছিলেন তাঁর লকডাউন এ সংসার চলেছে রেশনের চালে। অমিত শাহি মধ্যাহ্নভোজ করবে বলে বাজার থেকে মিনিকেট চাল কিনে এনেছিলেন। মধ্যাহ্নভোজ করার পর অমিত শাহ চলে যাওয়ার পর বিজেপির কেউ খোঁজও নিতে আসেনি।
No comments