বোলপুরে অমিত শাহ এর রোড শোয়ের পরে একটু অক্সিজেন পেল বীরভূমের বিজেপি নেতা কর্মীরা
রোহিত সেখ, নিউজ অনলাইন, বোলপুর , বীরভূম:
বোলপুরে অমিত শাহ এর রোড শোয়ের পরের দিন বীরভূমের বিজেপি জেলা সভাপতি শ্যামাপদ মন্ডলের নেতৃত্বে , বিজেপি কর্মীরা বোলপুরে ফের এক চা চক্রের আয়োজন করল। চা চক্রে যোগ দিয়ে বিজেপি জেলা সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন,
গতকাল বিজেপির রেলি দেখে অনেকজন আমার সঙ্গে পরিচয় করছেন । রেলির জন্য যদি কোন ব্যবসায়ী। অসুবিধা হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ১১ টা নাগাদ আমাদের একটি মিছিলও আছে। ঢোল যখন ভালো থাকে তখন ভালো বাজে অনুব্রত মণ্ডলের ঢোল ফেটে গেছে। এমনিতেই অক্সিজেন কমে যায় । আমার কাছে অনুব্রত মণ্ডলের অফিস থেকে বিশেষ সূত্রে খবর আছে গতকাল অনুব্রত মণ্ডল এক ডজন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে। কারণ গতকাল যে বিজেপি রেলি হয়েছে সেই দেখেই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের কে এই রেলিতে আসতে দেওয়া হয়নি মারধোর হয়েছে। ভালোবাসায় যদি কাজ না হয় নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করব। ২৭ তারিখে তৃণমূলের মিছিল প্রসঙ্গে বলেন আমরা যা কর্মসূচি নিয়ে তার নকল করে তৃণমূল তাই লোকদেখানো করে লাভ হবে না। তৃণমূলকে আমাদের পিছন পিছন দৌড়াবো। গতকাল আমরা নাকি বাইরে থেকে লোক এনেছি এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন অনুব্রত মণ্ডলের মাথা ঠিক নেই আমি আগেই বলেছি রাতে ঘুম হয়নি ।
No comments