লোকালের পর এবার চালু হয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন
নিউজ অনলাইন: করোনা আবহে প্রায় দীর্ঘ আট মাস বন্ধ ছিল লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। নভেম্বর মাসের শেষের দিকেই চালু হয়ে গিয়েছিল লোকাল ট্রেন পরিষেবা। এবার ২রা ডিসেম্বর থেকে চালু হয়ে গেল আন্তঃজেলা প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা। প্যাসেঞ্জার ট্রেন চালু হওয়াতে খুশি সাধারণ যাত্রীরা। তবে ভারতীয় রেলের তরফ থেকে সমস্ত বিধি নিষেধ মেনেই ট্রেন চালানো হবে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা।
প্রথম পর্যায়ে পূর্ব রেলের তিনটি ডিভিশনে ৮১টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
No comments