বোলপুরে বিজেপির পাল্টা রোড শো করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
রোহিত সেখ, নিউজ অনলাইন, বোলপুর ,বীরভূম:
চলতি মাসের ২৯ তারিখ বোলপুরে অমিত শাহ তথা বিজেপির পাল্টা রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই নিয়েই সাংবাদিক বৈঠক করলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি সাংবাদিক বৈঠকে বলেন সেদিন আমি বহিরাগত না নিয়ে এখানকার মানুষ জনকে নিয়েই রেলি করবো বিজেপি থেকে বেশি লোক করে দেখাবো। পাশাপাশি যে বাউলের বাড়িতে অমিত শাহ খেয়েছেন সেই বাউল থাকবে সেদিন রেলিতে। বিশ্বভারতীর উপাচার্য প্রসঙ্গে বলেন বিশ্বভারতীর উপাচার্য একটা পাগল, যদি পাগলামি বন্ধ না করে আমি নিজে গিয়ে বিশ্বভারতী তে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে আসব। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলেন ওটা একটা পাগল , চোখের কোনে কালো দাগ আছে ওটাকে তুলতে বলুন। রাতে কি সব খাই।.
No comments