তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেওয়ার পরেই তার অফিসের দখল নিলো তৃণমূল কর্মীরা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি বর্তমানে বিজেপিতে যোগ দেওয়া দেবাশিস মজুমদার এর তৈরি করা পার্টি অফিসের দখল নিল তৃণমূল কংগ্রেস । মেদিনীপুরে অমিত শাহের সভায় তিনি বিজেপিতে যোগ দেন। তার আগে জেলার যুব ও ছাত্র দের নিয়ে তিনি এই পার্টি অফিস থেকেই কাজকর্ম করতেন । আজ সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা গিয়ে দেবাশিস মজুমদার এর নিয়ন্ত্রণে থাকা সেই অফিসের দখল নেয় । অবশ্য দেবাশিস মজুমদার এর দাবি এটা তার ব্যক্তিগত সম্পত্তি, হোল্ডিং নাম্বার নাম্বার এবং বিদ্যুতের বিল তিনি নিজে দেন । ছাত্র যুব রাএই অফিসটি ভাড়া নিয়েছিল তৃণমূলের কাজকর্ম চালানোর জন্য । আজ সকালেই ভাড়া ছেড়ে দেয় তৃণমূলের ছাত্র যুব সংগঠন । তৃণমূল জোর করে তার অফিস দখল করেছে বলে অভিযোগ দেবাশিস মজুমদার এর। এ নিয়ে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
No comments