Recent comments

ads header

Breaking News

১লা ডিসেম্বর থেকে ঘরের দুয়ারে সরকার প্রকল্প চালু হল দক্ষিণ দিনাজপুর জেলায়

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: রাজ্য সরকারের গৃহীত প্রকল্প আপনার দুয়ারে প্রশাসন শুরু হলো দক্ষিণ দিনাজপুর জেলা তেও ‌ । সামনে বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রশাসন কতটা তৎপরতা প্রমাণ করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। বালুরঘাট শহর ও বালুরঘাট ব্লক এর দুটি জায়গায় আজকে এই ক্যাম্প চলছে। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের একটি স্কুলে চলছে বালুরঘাট ব্লকের দুয়ারের প্রশাসন ক্যাম্প। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এখান থেকেই পাবেন গ্রামের মানুষ। জব কার্ড থেকে শুরু করে রেশন কার্ড বা কন্যাশ্রী রূপশ্রী মত সমস্ত প্রকল্পে যাদের কাজ আটকে রয়েছে মূলত তাদেরকেই সুবিধা পাইয়ে দিতে এই উদ্যোগ। সকাল থেকেই লম্বা লাইনে চোখে পড়েছে গ্রামগুলিতে। কেউ এসেছেন জব কার্ড করাতে কেউবা এসেছেন স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড নিতে। করণা আবহে বিভিন্ন অফিসের কাজকর্ম বিগত প্রায় আট মাস টিমে তালে চলেছে ফলে কাজ জমে রয়েছে প্রচুর বারবার পঞ্চায়েতে এবং ব্লকে ঘুরেও সুরাহা হয়নি এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা। দুয়ারে প্রশাসন প্রকল্পে আজ হাতে হাতে কাটবে খুশি সাধারণ মানুষ

No comments