বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে বালুরঘাট শহরে বিশেষ ট্যাবলো
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: দক্ষিন দিনাজপুরঃ পয়লা ডিসেম্বর বিশ্ব এডস দিবস আজ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মুখ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে একটি ট্যাবলো বের করা হয়। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে মুখ্য স্বাস্থ্য আধিকা রিক সুকুমার দে জানান এই প্রচার বাহক গাড়িটি আগামী ১৫ দিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন গ্রাম্য এবং শহর তলি এলাকায় প্রচার করবে। মূলত গ্রামীণ হাট বাজার এবং ব্লকের বিভিন্ন অঞ্চল গুলির সামনে প্রচার চালানো হবে। তিনি আরো জানান রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কবি গানের একটি টিম আনা হয়েছে কলকাতা থেকে তারা জনবহুল এলাকায় তাদের কবি গানের দ্বারা এডস বিষয় সচেতন করবেন স্থানীয় দের। মূলত কি কারণে এই রোগ মানুষের মধ্যে হয়ে থাকে এবং কি ভাবে এই রোগের সাথে লড়তে হবে এই সচেতনার বার্তা দিলো দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।
No comments