কলকাতায় মোবাইলের টাওয়ার বসানোর নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক
সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগণা: বেসরকারি মোবাইল সংস্থার টাওয়ার বসানোর নাম করে কোটি কোটি টাকা প্রতারণা বেসরকারি মোবাইল সংস্থার পক্ষ থেকে অভিযোগ দায়ের গ্রেফতার মূল অভিযুক্ত বিশ্বজিৎ বোরা গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে বেসরকারি টেলিফোন সংস্থার পক্ষ থেকে 8 ই অক্টোবর দুই হাজার কুড়ি বিধান নগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ দায়ের হয় সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ গতকাল রাতে এই মূল অভিযুক্ত বিশ্বজিৎ বোরা কে হাইল্যান্ড উইলো ইকো পার্কে সংলগ্ন অবস্থিত এই আবাসন থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিশ্বজিৎ বোরা কে পুলিশ সূত্রে খবর রুদ্র সলিউশন এর নাম একটি কোম্পানি খুলে সল্টলেকের বিজে ব্লকে ভাড়া নিয়ে এই অফিস থেকেই ভারতের নাগরিকদের টাওয়ার বসানোর নাম করে প্রতারণা করত পুলিশের অনুমান এই চক্রের সঙ্গে বহু ব্যক্তি জড়িয়ে থাকার সম্ভাবনা সেই কারণে আজ অভিযুক্তকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে এবং বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ নিজের হেফাজতের আবেদন জানাবে এবং খতিয়ে দেখবে এই ঘটনার সঙ্গে আর কোন কোন ব্যক্তি জড়িত রয়েছে
No comments