Breaking News

কাঁচরাপাড়ায় দোকান থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালালো এক ব্যাক্তি

সৌভিক সরকার, নিউজ অনলাইন: ব্যাংক থেকে ধারে টাকা নিয়েছিল বছর পঞ্চাশের কাঁচরাপাড়া ৬ নম্বর ওয়ার্ড পোস্ট অফিস সংলগ্ন বাসিন্দা মনা ভট্টাচার্য। পোস্ট অফিসের সামনে চা বিক্রি করে কোনো রকমে দিন গুজরান মনা ভট্টাচাজ।। বন্ধন এর লোনের টাকা দেবে বলে স্থানীয় এক সোনার দোকানে সোনা বন্ধক রেখে ৫০০০০ টাকা ধার করেছিল ওই মহিলা। এদিন সকালে ব্যাগভর্তি সেই টাকা নিয়ে সোজা চলে আসে দোকানে। দোকানদারি করার সময় একটি লোক দোকানে এসে বসে মুখে গামছা বাঁধা অবস্থায়। সেই সময় দোকানি মনা ভট্টাচার্য্য  জল আনতে বাইরে যাওয়ায় ব্যাগ নিয়ে সোজা চম্পট দেয় সেই ব্যক্তি। আশেপাশে কেউ না থাকায় পালিয়ে যায় ওই ব্যক্তি। অবশেষে বীজপুর থানার দ্বারস্থ হয় ওই বৃদ্ধ দম্পতি। কিভাবে চলবে আগামী দিন কিভাবে ফেরত দেবে লোকের টাকা মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।

No comments