মমতা ব্যানার্জি পাহাড়ে আগুন জ্বালাতে চাইছে: লকেট চ্যাটার্জি
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বিহারে ভোটের প্রচার সেরে কলকাতা ফেরার পথে বাগডোগরার বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। এরপর তিনি বলেন যে রাজ্যে কোথাও কিঞ্চিত মাত্র উন্নয়ন করেননি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধুমাত্র ভোট পাওয়ার লোভে হত্তধর মাহাতোকে মাওবাদী থেকে ছাড়িয়ে তৃণমূলের পদ দিয়েছে। মুখ্যমন্ত্রী তিনি পাহাড়ে আগুন জ্বালাতে চাইছেন। এবং জনতা ২০২১এ ঠিক বিচার করবে। এতদিন যাকে পাওয়া যাচ্ছিল না সেই বিমল গুরুংকে প্রকাশ্যে কলকাতাতে ঘুরে বেড়াচ্ছে। পাহাড়েকে আবার অশান্ত করতে চাইছে মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি উপর মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। কারণ মমতা ব্যানার্জি ভোটের জন্য যা খুশি করতে পারেন। যে কারও পায়ে পড়তে পারেন। কিন্তু ভোট উনার চাই মানুষ মেরে হোক খুনের রাজনীতি করে হোক।
মানুষের উন্নয়ন তার কাছে কোন প্রাধান্য রাখেনা রাজনীতি তার কাছে সব তাই মানুষের বিশ্বাস তার উপর থেকে হাড়িয়ে যাচ্ছে। অপরদিকে মূখ্যমন্ত্রীর সাথে বিনয় তামাং ও অনিত থাপার বৈঠক প্রসঙ্গে বলেন পাহাড়ে আগুন জ্বালিয়ে শান্তি নষ্ট করতে চাইছেন। এবং মমতা ব্যানার্জির নিজের জায়গাটা নিয়ে প্রশ্ন। যদিও সেটা আগেও ছিল এবং দিন দিন আরও নষ্ট হচ্ছে।
No comments