নদীয়ায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বালুরঘাটে বিজেপির বিক্ষোভ
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: নদিয়ায় বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা সম্পুর্ন ভেঙে পরেছে এই প্রতিবাদে সোমবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় ঘেরাও কর্মসূচি এবং ডেপুটেশন দেয় বিজেপি। বালুরঘাটের বিজেপি জেলা কার্যালয় থেকে বিজেপির কর্মীরা মিছিল করে বালুরঘাট থানার গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন। বালুরঘাট থানার মুল গেটের বাইরে মিছিল আটকে দেয় পুলিশ। গেটের বাইরে চলছে বিজেপির অবস্থান বিক্ষোভ। গেটের ভেতরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার জানান, নদিয়ায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা সহ জেলার আটটি থানায় এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
No comments