Recent comments

ads header

Breaking News

করোনা আবহের মধ্যেই বেড়েছে মোমবাতির চাহিদা

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: করোনা আবহের মাঝে এবারে দীপাবলি ও কালি পুজোতে বেড়েছে মোমবাতির চাহিদা। তাই এখন দিনরাত এক করে মোমবাতি তৈরিতে ব্যস্ত গঙ্গারামপুর শহরের প্রস্তুতকারকেরা। হাতে মাত্র আর কয়েকটা দিন তারপরেই দীপাবলি ও কালী পুজো। আর কালি পুজো মানে আলোর উৎসব। প্রতিবছর কালি পুজোতে মোমবাতি ও প্রদীপের আলোতে সেজে ওঠে সকলের বাড়িঘর। কিন্তু এবারে মোমবাতির চাহিদা একটু বেশি বেড়েছে। কারন বিদেশি পণ্য বর্জন করে স্বদেশী পর্নের উপরে ঝুঁকছে শহর ও  গ্রামাঞ্চলের সাধারন মানুষ জন। উল্লেখ্য আজ থেকে প্রায় কয়েক বছর আগে দীপাবলিতে মোমবাতির কদর ছিল যথেষ্ট। দীপাবলির সন্ধ্যায় মোমবাতির আলোতে সেজে উঠত বাড়িঘর। যার ফলে গঙ্গারামপুর শহরের বসাকপাড়া,বড় বাজার, হাইস্কুল পাড়া, এলাকায় গড়ে উঠেছিল বেশ কয়েকটি মোমবাতির কারখানা। কিন্তু বাজারে বিদেশী পণ্য, টুনি বাল্ব,ইলেকট্রিক লাইট চলে আসায় কদর কম ছিল মোমবাতির। সারা বছর তো দূরে থাক দীপাবলি আসলেও মোমবাতির কদর কমে গিয়েছিল। যার ফলে গঙ্গারামপুরের দুই একটি মোমবাতির কারখানা বন্ধও হয়ে যায়। শহরের যে কয়েকটি মোমবাতির কারখানা রয়েছে সেগুলি কোনরকমে চলছিল। কিন্তু এ বছর বিদেশী পণ্য বর্জন করে স্বদেশী পণ্য পণ্যের দিকে ঝোঁক বাড়ায় দীপাবলিতে মোমবাতির কদর বেড়েছে যথেষ্ট। আর এতেই দিনরাত এক করে বিভিন্ন ধরনের ও বিভিন্ন দামের মোমবাতি তৈরি করে চলেছে গঙ্গারামপুরের প্রস্তুতকারকের।যার ফলে কিছুটা হলেও লাভের মুখ দেখছে গঙ্গারামপুর মোমবাতি কারখানার মালিকেরা।

No comments