স্বামীর দুইবার বিয়ের প্রতিবাদ করতে গেলে এসিড হামলার শিকার স্ত্রী
রোহিত সেখ , নিউজ অনলাইন, বীরভূম: অভিযোগ বীরভূমের নানুর থানার বড়া-সাওতা গ্রাম পঞ্চায়েতের মান্দার গ্রামে ওই গৃহবধূ গুরুতর জখম অবস্থায় বোলপুর মহুকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাসিডের জেরে ওই মহিলার মুখ, হাত, পায়ের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে অ্যাসিড আক্রান্ত গৃহবধূর সঙ্গে কথা বলে পুলিশ। গৃহবধুর বয়ান অনুসারেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে নানুর থানা।
নির্যাতিতা মহিলার দাদা বক্তব্য, ‘বোনকে বেশকিছু দিন ধরেই হুমকি দিচ্ছিল ওর স্বামী ।।তার স্বামী তাপসের দুই বিয়ে। তাঁর প্রথম পক্ষের বউ দুর্গাপুরে থাকে বলেও জানিয়েছেন । আক্রান্ত মহিলার দাবি, তাঁর স্বামী অশ্লীল ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল মাসখানেক আগে। তার পর স্বামীর থেকে আলাদা থাকেন তিনি। কিছু আগে ফিরে যাওয়ার কথা বললেও যাননি। সে কারণেই তার উপর অ্যাসিড হামলা চালিয়েছে বলে দাবি ওই মহিলার। যদিও এই ঘটনার খবর পেয়ে বোলপুর মহকুমা হাসপাতালে যায় বোলপুরে পুলিশ আধিকারিক অভিষেক রায় ও বোলপুরের সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশকর্মীরা। ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
No comments