Recent comments

ads header

Breaking News

করোনা বিধি মেনে এবারেও হবে বংশিহারি ব্লকের আমিনপুর এলাকার ৬০০ বছরের মাটিয়া কালীর পুজো

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের আমিনপুর এলাকার মাটিয়া কালীর পুজো প্রায় ৬০০ বছর ধরে হয়ে আসছে। জানা গেছে ৬০০ বছর আগে তৎকালীন অবিভক্ত বাংলার তথা বর্তমান বাংলাদেশের দিনাজপুর জেলার হরিপুর এস্টেটের  জমিদার এই পূজার প্রচলন করেন। তারপর থেকে শাক্ত মতে এই পুজো হয়ে আসছে। জানা গেছে এই মা কালীর যেহেতু পুজো শাক্ত মত হয়ে থাকে সেই কারণে এই মায়ের সামনে বলির প্রচলন রয়েছে। হরিপুর এস্টেটের জমিদারের বংশধর গাবলু চৌধুরী শেষ জমিদারের বংশধর হিসেবে পূজা করতেন কিন্তু এই জমিদার গত হওয়ার পর গ্রামের লোকেরা এই মায়ের পুজো করে আসেন সেবাইট হিসেবে বলে জানা গেছে। একটি মাটির আসনে এই মায়ের পুজো হয়ে থাকে তাই এই মায়ের নাম মাটিয়া কালী। গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে যে এই মায়ের জন্য কোন পাকা মন্দির করা যাবে না বলে স্বপ্নাদেশে এই মা নির্দেশ দিয়েছেন। তাই এই মা কে মাটির আসনেই পুজো করা হয় এই মাটির আসনটি প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা খারাপ হয়ে গেলে সেটাকে গ্রামবাসীরা পুনরায় পুনর্নির্মাণ করে ওখানে পুজো সারেন বলে জানা গেছে। এই মা খুব জাগ্রত হওয়ায় আশে পাশে থেকে মায়ের ভক্তরা প্রতিবছর মায়ের কাছে মানত করেন। প্রতিবছর এই পুজো উপলক্ষে আশেপাশের থেকে বহু ভক্তের সমাগম হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই বছর করোনার সংকটের জেরে তারা সামাজিক দূরত্ব মেনে এবছরের পুজো সারবেন।

No comments