বড়সড় ডাকাতির ছক বানচাল করল নিউটাউন টেকনো সিটি থানার পুলিশ
সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগণা: বড়সড় ডাকাতির ছক বানচাল করল নিউটাউন টেকনো সিটি থানার পুলিশ। ডাকাতি করার উদ্দেশ্যে নিউটাউনের রোজডেল হাউজিং কমপ্লেক্স এর পিছনের মাঠে জড়ো হয়েছিল ১০/১২ জন। ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে টেকনো সিটি থানার পুলিশ।উদ্ধার ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর আসে নিউটাউনের রোজডেল হাউজিং কমপ্লেক্সের পিছনে নির্জন মাঠে সন্দেহভাজন বেশ কয়েকজন ঘোরাঘুরি করছে। তাদের কাছে অস্ত্র আছে। নিউটাউনের ওই এলাকায় কোনো জায়গায় ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। ঘটনাস্থলে পুলিশ পৌচ্ছালে পুলিশ দেখে দৌঁড়াতে থাকে। তারা করে ৭ জনকে ধরে ফেলে পুলিশ। বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।ধৃতদের কাছ থেকে ভোজালি, চপার, লোহার রড, ছুরি সহ ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃতরা রাজারহাট থানার মহম্মদপুর ও টেকনো সিটি থানার বালিগুড়ি এলাকার বাসিন্দা। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।
No comments