বালুরঘাটের বংশিহারি ব্লকে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শশুর বাড়ির লোকের বিরুদ্ধে
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: এক গৃহবধূকে গাছে বেঁধে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। আর তাই নিয়ে ছড়ালো চাঞ্চল্য। জানা গেছে বংশিহারি ব্লকের পদ্মাহার এলাকার বাসিন্দা টুকু পালের সাথে বংশিহারি ব্লকেরই বদলপুর নপাড়া এলাকার বাসিন্দা জয়ন্ত পালের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জয়ন্ত পাল ও তার পরিবারের লোকেরা ওই গৃহবধূর ওপর পণের দাবিতে অত্যাচার চালাতে বলে অভিযোগ। গতকাল সেই অত্যাচার চরমে উঠলে জয়ন্ত পাল ও তার পরিবারের লোকেরা টুকু পাল কে গাছে বেঁধে পুড়িয়ে দেয় বলে টুকু পালের পরিবারের লোকেরা অভিযোগ করলেন। এরপর টুকু পালকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কালদিঘি হাসপাতালে ভর্তি করা হলে। এখান থেকে ডাক্তারের পরামর্শে আহত গৃহবধূকে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তারপর গতকাল মধ্যরাতে ওই গৃহবধূ শেষ নিঃশ্বাস ত্যাগ করলে আজ বালুরঘাট মর্গে তার দেহ ময়নাতদন্ত করা হয়। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে মৃত ওই গৃহবধূর পরিবারের লোকেরা। গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে ইতিমধ্যেই পুলিশে এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছেন তারা। আর তার ভিত্তিতেই অভিযুক্ত স্বামীকে পুলিশ আটক করেছে বলে মৃত গৃহবধূর পরিবারের লোকেরা জানিয়েছে। এখন দেখার বিষয় ওই গৃহবধূ তার প্রতি হওয়া অত্যাচারের সঠিক বিচার পায় কিনা।
No comments