গঙ্গারামপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।মৃতের নাম স্বাধীন রায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত সুকদেবপুর এলাকায়। যদিও এলাকাটি কুশুমন্ডি বিধানসভার অন্তর্গত।খবর পেয়ে ঘটনাস্থলে গঙ্গারামপুর থানা থেকে পুলিশ গিয়ে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি তদন্তে নেমেছে ।
এদিকে এই মৃত্যুকে ঘিরে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের দাবি মৃত ব্যাক্তি তাদের দলের একজন বুথ সভাপতি। তার আরও অভিযোগ হেমতাবাদের বিধায়ক সহ সারা রাজ্যে যে ভাবে তৃনমুলের লোকজন তাদের কর্মীদের যে ভাবে খুন করেছে। এক্ষেত্রেও সেভাবেই তাদের কুশুমন্ডি বিধান সভার অন্তর্গত ১৬৬ নম্বর বুথ কমিটির সভাপতি স্বাধীন রায়কে তৃনমুলের কর্মীরাই আজ সকালে গামছা জড়িয়ে হত্যা করেছে।
যদিও তৃনমুলের তরফে অভিযোগ অস্বিকার করে বলা হয়েছে বিধানসভা ভোটের আগে আসর গরম করতেই বিজেপি ইচ্ছে করে এসব রটাচ্ছে। যদিও বাংলার মানুষ বিজেপির এই খেলা ধরে ফেলে তাদের বর্জন করে দিদির দলের পাশেই রয়েছে, বলে শাসক দলের তরফে জানানো হয়েছে।
No comments