বীজপুর থানা এবং হ্যাম রেডিওর যৌথ প্রচেষ্টায় ঘরে ফিরলেন মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি
সৌভিক সরকার, নিউজ অনলাইন: গত ২২শে নভেম্বর সোমবার দুপুরে বীজপুর থানায় খবর পৌঁছয় হালিশহর জেঠিয়াতে আপাত দৃষ্টিতে সন্দেহ জনক এক ব্যাক্তিকে কিছু যুবক শারীরিক নির্যাতন করছে। বীজপুর থানার তৎপরতায় প্রহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
থানায় নিয়ে আসার পরে ওই ভদ্রলোক নিজের সম্বন্ধে কিছুই বলতে পারছিলেন না, কিন্তু ভদ্রলোকের জামাকাপড়, শরীরের গঠন দেখে বীজপুর থানার পুলিশ কর্মীরা আন্দাজ করতে পারেন যে ভদ্রলোক মানসিক ভারসাম্যহীন হতে পারেন, কিন্তু তিনি যথেষ্ট সচ্ছল পরিবারের সদস্য।
কিন্তু নানা চেষ্টা করেও তিনদিন কেটে গেলেও ভদ্রলোকের বাড়ির ঠিকানা কিছুতেই জোগাড় করা সম্ভব হয়নি। অবশেষে তিন দিনের মাথায় হ্যাম রেডিও, আমাদের সাংবাদিক সৌভিক সরকার, এবং বীজপুর থানার যৌথ প্রচেষ্টায় মানসিক ভারসাম্য হীন ওই ব্যক্তির বাড়ির খোঁজ পাওয়া যায়। জানা যায় ভদ্রলোকের নাম সম্রাট নাথ, বাড়ি নৈহাটি থানার অন্তর্গত বৈষ্ণবপাড়া এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় বাড়ির লোকের কাছে, এবং তাদের হাতে তুলে দেওয়া হয় সম্রাট বাবুকে।
No comments