Recent comments

ads header

Breaking News

কম দামের স্ট্যাম্প না মেলার অভিযোগ বালুরঘাটে

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, দক্ষিণ দিনাজপুর: কম দামে স্ট্যাম্প না মেলার অভিযোগ বালুরঘাটে। মিলছে না ১০ টাকা-২০ টাকার স্ট্যাম্প পেপার, ফলে একপ্রকার বাধ্য হয়েই বেশী টাকা দামের স্ট্যাম্প পেপার ক্রয় করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। যদিও প্রশাসনের বক্তব্য ১০ টাকা-২০ টাকার স্ট্যাম্প পেপার না মেলার কোন অভিযোগ তাদের কাছে কেউ জানায়নি। প্রসঙ্গত উল্লেখ যে দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহরে অবস্থিত জেলা সমাহর্তালয় ভবন সংলগ্ন এলাকায় রয়েছে সরকারি একাধিক গুরুত্বপূর্ণ অফিস থেকে শুরু করে জেলা আদালত। ফলে এই সমস্ত সরকারি অফিস আদালতে নিজেদের কাজের প্রয়োজনে আসা গ্রাম-শহরের মানুষ স্ট্যাম পেপার ক্রয়ের জন্য একপ্রকার প্রায় নির্ভরশীল জেলা নিবন্ধকের কার্যালয় ভবনের নীচে বসা স্ট্যাম্প পেপার বিক্রেতাদের উপর। যদিও সেই স্ট্যাম্প বিক্রেতাদের কাছে ১০/২০ টাকার স্ট্যাম্প পেপার কিনতে এসেও স্ট্যাম্প কিনতে এসে কার্যত বেশীরভাগ সময়ই খালি হাতে ফিরে যেতে হচ্ছে বলে স্ট্যাম্প পেপার ক্রয়ের জন্য আসা ক্রেতাদের অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের কামারপাড়া থেকে বালুরঘাটে স্ট্যাম্প পেপার কিনতে আসা ক্রেতা সন্তোষ মাহাতো এদিন বলেন ১০টাকা অথবা ২০ টাকার স্ট্যাম্প কিনতে এসেছিলাম কিন্তু পায়নি, এর আগেও স্ট্যাম্প কিনতে এসেছিলাম কিন্তু স্ট্যাম্প না মেলায় স্ট্যাম্প কিনতে পারিনি। যদিও একই সঙ্গে তিনি এও বলেন ১০০ টাকার স্ট্যাম্প পেপার পাওয়া যাচ্ছে। পতিরাম থেকে বালুরঘাটে স্ট্যাম্প পেপার কিনতে আসা অপর এক ক্রেতা আশিষ মহন্ত আজকে ৫০ টাকার স্ট্যাম্পও পাওয়া যাচ্ছে না, দুই জায়গায় শুনে আসলাম বলছে ১০০ টাকার নীচের স্ট্যাম্প পেপার নেই। তিনি বলেন বাধ্য হয়েই বেশী দামের স্ট্যাম্প কিনতে হচ্ছে, যে কাজটা আমার ১০ টাকার স্ট্যাম্প পেপার কিনলেই হয়ে যায় সেখানে আমাকে গতকাল ৫০ টাকার স্ট্যাম্প পেপার কিনতে হয়েছে। পাশাপাশি ১০টাকা/২০ টাকার স্ট্যাম্প পেপার অমিল থাকার বিষয়ে তিনি প্রশাসনের পক্ষ থেকে স্ট্যাম্পগুলিকে সরাবরাহ করার একটা ব্যবস্থা নেওয়া উচিৎ বলে দাবী করেন এদিন সংবাদমাধ্যমের সামনে।

No comments