ইডির নথিপত্র জাল করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিধান নগর উত্তর থানার পুলিশ
পুলিশ সূত্রে খবর, ইডির এক উচ্চপদস্ত আধিকারিক ৯ ই সেপ্টেম্বর বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করে সুদীপ্ত রায় চৌধুরী নামে এক ব্যক্তিকে।
ইডির ভুয়ো কাগজপত্র দেখিয়ে কয়েক জন ব্যবসায়ীর থেকে লক্ষাধিক টাকার প্রতারণা করা হয়েছে এমন টাই অভিযোগ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইডির ভুয়ো নথিপত্র জাল করে, ইডির সাথে সেটেলমেন্ট করে দেবে বলে বেশ কয়েকজন ব্যবসায়ী কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় ওই ব্যক্তি।
এই ঘটনায় সুদীপ্ত রায় চৌধুরী নামক একজন ব্যক্তি সহ কয়েকজন নামি সাংবাদিকের নাম উঠে এসেছে ইডির হাতে।
এই অভিযোগের পর নড়েচড়ে বসে ইডি দফতর ও বিধান নগর উওর থানার পুলিশ।
এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে সেটাও খতিয়ে দেখছে বিধান নগর উওর থানার পুলিশ।
No comments