Recent comments

ads header

Breaking News

জগদ্দলে খুন তৃণমূল কর্মী

সৌভিক সরকার, নিউজ অনলাইন, উত্তর ২৪ পরগণা: বুধবার রাতে উত্তর ২৪ পরগনার জগদ্দলে খুন এক তৃণমূল কর্মী। 
মৃত তৃনমুল কর্মীর নাম আকাশ প্রসাদ(২৪)।গতকাল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দুষ্কৃতিরা। জগদ্দল পালঘাট রোড এলাকার ঘটনা। 
মৃতের বাবা অরুন প্রসাদের অভিযোগ আকাশ তৃনমুলের কর্মী ছিলো। ওকে এলাকারই তৃনমুল কর্মী অশোক সাউ বাড়ি থেকে মোবাইলে ফোন করে ডেকে নিয়ে যায়। এরপরে চপার দিয়ে কুপিয়ে গুলি করে খুন করে।এই ঘটনায় আতংকিত এলাকার বাসিন্দারা।

তবে ভাটপাড়া তৃনমুল কংগ্রেসের কনভেনার  সোমনাথ শ্যামের অভিযোগ বিজেপির গুন্ডারা কৌশল করে খুন করে আকাশ কে। আকাশ তাদের দলের সক্রিয় কর্মী ছিলো। তৃনমুলে বিজেপির থেকে আসা কর্মীরাইতাকে খুন করেছে বলে তিনি জানান।দলে সব দল থেকেই এখন তৃনমুলে যোগদান করছে। কার মধ্যে কি আছে আগের থেকে বোঝা মুশকিল বলে আক্ষেপ ভাটপাড়ার তৃনমুলের কনভেনার সোমনাথ শ্যামের।

তবে সাংসদ অর্জুন সিং জানান, আকাশ ড্রাগ সাপ্লাইয়ার ছিলো।এলাকায় তোলাবাজি এবং ছিনতাই করতো। গতকাল ছিনতাইয়ের ঘটনায় এলাকার বাদিন্দারাই তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এর সাথে বিজেপির কোন যোগ নেই।


No comments