প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
নিউজ অনলাইন : প্রয়াত হলেন বাংলা সিনেমার ধ্রুবতারা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত ৬ই অক্টোবর কলকাতার বেলভিউ নার্সিং হোমে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি করানো হয় বর্ষীয়ান এই অভিনেতাকে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার করোনা পজিটিভ আসে। যদিও গত ১৪ই অক্টোবর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ওনার শারীরিক অবস্থার সেরকম কোনো উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালেই ভর্তি রাখা হয়। ১৫ই অক্টোবর সকালে বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৮৫। বর্ষীয়ান এই অভিনেতা শুধু বাংলা সিনেমায় নিজের প্রাধান্য বিস্তার করেননি, এছাড়াও আবৃত্তি, নাটক, কবিতা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নিজের পারদর্শীতা দেখিয়েছন। জীবনকালে ৩০০ এর বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে শোকের ছায়া নেমে এসেছে সমাজের সমস্ত ক্ষেত্রে।
No comments