হাবরায় গ্রেফতার দুই দুষ্কৃতী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে হাবড়া থানার পুলিশ জয়গাছি রথ তলা এলাকা থেকে অভিযুক্তদের আটক করে।
ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। ধৃতরা হল পার্থ চক্রবর্তী (52) বাড়ির শ্রীপুর এলাকায় ও সাহেব মিস্ত্রি (24) বাড়ি তেতুলতলা রেল বাজার এলাকায়।
তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় একটি পিস্তল এক রাউন্ড গুলি ও একটি ভোজালি।
অভিযুক্তদের বুধবার বারাসাত আদালতে পাঠানো হয়।
No comments