ছট পুজোতে নতুন নজির গড়লেন বোলপুরের বাসিন্দা, বাড়িতেই নকল জলাশয় করে ছট পুজো
রোহিত সেখ ,নিউজ অনলাইন, বোলপুর ,বীরভূম:
করোনা আবহে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যেতে নিষেধ করছে প্রশাসন। এই পরিস্থিতিতে বাড়ির ছাদে জলের ব্যবস্থা করে ছট পুজো সারল বোলপুরের শর্মা পরিবার। বাড়ির ছাদের মধ্যেই নকল জলসায় করে সেই জলকেই নদী বা পুকুর মনে করে রীতি সারলেন পরিবারের মহিলারা।করোনা আবহে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে। উৎসব পালনেও নানা বিধি মানতে হচ্ছে। সেই সময়ে এই ছবি সত্যিই নজির তৈরি করল বলে মনে করছেন বোলপুরের বাসিন্দারা।
বোলপুর এলাকার শর্মা পরিবারের সদস্য ১২ জনের বেশি। অনেকেই যেখানে করোনা পরিস্থিতির মধ্যেও পুকুর বা নদীতে সূর্য দেবতাকে অর্ঘ্য দিতে যাচ্ছেন, সেখানে এই পরিবার যাবতীয় আয়োজন করে বাড়ির ছাদে। সেখানেই বড় বড় প্লাস্টিকের গামলায় জল রেখে অর্ঘ্য দেওয়া হল। পরিবারের সকলে মিলে আনন্দের সঙ্গে উৎসব পালন করলেন।
No comments