শুরু হল ডিজিটাল মিডিয়া সংগঠনের পথ চলা
নিউজ অনলাইন: যুগের সাথে তাল মিলিয়ে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাথে পাল্লা দিয়ে বর্তমানে ডিজিটাল মিডিয়াও সমান তালে এগিয়ে চলেছে। বরং বলা ভালো পাঠকরা এই ইঁদুর দৌড়ের যুগে এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত নিজেদের হাতের নাগালে সমস্ত খবর পেয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের দেশে এই ডিজিটাল মিডিয়ার কোনো সরকারি স্বীকৃতি এখনো হয়ে ওঠেনি। ফলে বিভিন্ন সময়ে এই সমস্ত মিডিয়ার সাথে যুক্ত কর্মীদের বিভিন্ন সমস্যার শিকার হতে হয়। একদিকে যেমন এই ডিজিটাল মিডিয়ার কোনো সরকারি স্বীকৃতি নেই আবার এই সমস্ত মিডিয়া হাউস গুলোর কোনো রকম সংগঠনও নেই।
এবার ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত পশ্চিমবঙ্গের বেশ কিছু সংবাদকর্মীরা এক জোট হয়ে সকলের স্বার্থে এক ছাতার তলায় আসার জন্য "ডিজিটাল মিডিয়া সংগঠন" নামে একটি সংগঠন গঠন করেছে। সংগঠনের সম্পাদক সাংবাদিক সুব্রত রায় জানিয়েছেন," আমরা যারা ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত তাদের সকলের স্বীকৃতি এবং আরো বিভিন্ন দাবি নিয়ে সকলকে সাথে নিয়ে আমরা ভবিষ্যতে লড়াই চালিয়ে যাব।"
সংগঠনের সভাপতি সাংবাদিক অরিন্দম রায় চৌধুরীর বক্তব্য, " আমরা যারা ডিজিটাল মিডিয়ার সাথে যুক্ত তাদের সরকারি স্বীকৃতির দাবি নিয়েই আমরা এই সংগঠন তৈরি করেছি।"
এক নজরে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ তালিকা -
সভাপতি অরিন্দম রায়চৌধুরী
সহসভাপতি শুভ্রজিৎ দত্ত , চঞ্চল পাল
সাধারণ সম্পাদক সুব্রত রায়
সহসম্পাদক সুরজিৎ দত্ত
কোষাধক্ষ্য মৌসুমী দেওয়ানজী
কমিটির সদস্যরা হলেন
1- সুস্মিতা সাহা
2- বিশ্বজিত দেওয়ানজী
3- পার্থ মুখার্জি
4- সমিক সিনহা
5- শুভাশীষ বন্দ্যোপাধ্যায়ের
6- দেবাশিস সেনগুপ্ত
7- সুরে আলি খান
8- জ্যোতিময় চক্রবর্তী
9- জিয়াউর হক
10- সুন্দন্দা বিশ্বাস
11- বেবী চক্রবর্তী
112- প্রদীপ দাস
13- অরুণ কুমার
14- রাজা পাত্র
15- প্রণব কুমার বিশ্বাস
16- কৌশিক বণিক
17- অনুপম সিংহ রায়
18- ধৃতাংশু দাঁ
19- সৌরিশ দে
20- শ্যামল রায়
21-পীলু ভট্টাচার্য
No comments