কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক ভারতীয় মজদুর সংঘের যৌথ প্রচেষ্টায় বিশ্বকর্মা পুজো
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ভারতীয় মজদুর সংঘ( BMS) এর কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকের যৌথ প্রচেষ্টায় নোনাকুড়ি - কাঁকটিয়ায় বিশ্বকর্মা পূজোর শুভ সূচনা আজ অনুষ্ঠিত হল।বুধবার বিকেলে ফিঁতে কেটে শুভসূচনা করলেন BMS অফিস কার্যালয় সম্পাদক হরিদাশ দত্তগুপ্ত, রাজ্য কোষাধ্যক্ষ শিবনাথ মাহাতো,এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার BMS নেতৃত্ব তপন পাল, দেবাশিষ মাজী,জেলার কনভেনার সত্যব্রত গুড়িয়া সহ বি এম এসের স্থানীয় নেতৃত্ব। এদিন রাজ্যকমিটি কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকের বি এম এসের নতুন ব্লক কনভেনার ঘোষনা করা হয়।এদিন জানানো হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের মৃত্যুঞ্জয় ঘড়া,বিশ্বজিৎ মন্ডল( বাপুন) এবং কোলাঘাট ব্লকের কনভেনার হিসাবে দিলীপ দাস ও নারায়ন বেরাকে নির্বাচিত করা হয়।
No comments