Recent comments

ads header

Breaking News

"ভয়েস অফ কাঁচরাপাড়া"র উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে জামা কাপড় বিতরণ

নিউজ অনলাইন: কাঁচরাপাড়া শহরে যারা থাকেন বা এই শহরটিকে যারা ভালোবাসেন তাদেরকে নিয়ে একটি হোয়াটসআপ গ্রূপ তৈরি করা হয়েছিল চলতি বছর এপ্রিল মাসে। গ্রূপের এক সদস্যের কথায়, "এই গ্রূপটি তৈরি করার মূল উদ্দেশ্য, আমাদের প্রিয় শহরের মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকা। মূলত তথ্যের আদান প্রদানের কারণেই গ্রূপটি তৈরি করা হয়েছিল। কিন্তু গ্রূপের অনেক সদস্যই আসন্ন শারদীয়া উপলক্ষ্যে দুঃস্থ মানুষের মধ্যে জামাকাপড় বিতরণ করার একটা প্রস্তাব দেয়। সেই মতো সকলের মতামত নিয়ে নগদ অর্থ এবং পুরোনো জামাকাপড় (ছেড়া, ফাঁটা নয়) সংগ্রহ করা হয় গ্রূপের সদস্যদের থেকে।"

গত ১৮ই অক্টোবর সকালে মাঝেরচর এলাকার দুটি ইট ভাটায় ভয়েস অফ কাঁচরাপাড়া গ্রূপের পক্ষ থেকে সেখানকার শ্রমিকদের মধ্যে জামাকাপড় বিতরণ করা হয়। তবে এখনো বেশ কিছু জামাকাপড় আছে, সেগুলোও দুর্গা পুজোর আগেই বিতরণ করা হবে বলে জানিয়েছেন গ্রূপের এক সদস্য।

 "ভয়েস অফ কাঁচরাপাড়া" হোয়াটসআপ গ্রূপে যোগ দিতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে যোগ দিতে পারেন।

https://chat.whatsapp.com/Cg9tXC5Pr6dLUy2IYg5eIU

No comments