Recent comments

ads header

বোলপুরে স্বর্ণ ব্যাবসায়ীর নগদ টাকা ও সোনা ছিনতাই

রোহিত শেখ, নিউজ অনলাইন, কীর্নহার, বীরভূম: বোলপুরের নিচুপট্টি এলাকায় একটি সোনার দোকানের মালিকের অসাবধানতার সুযোগে তার বাইক থেকে সোনাসহ লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দুইজন দুষ্কৃতী। দোকান মালিকের নাম কিরণ মজুমদার (ঠাকুর)। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী মহিলা ছিনতাইকারীদের আটকানোর চেষ্টা করেন। নিচু পট্টি এলাকার লক্ষী জুয়েলার্সের মালিক কিরণ মজুমদার ঠাকুর প্রতিদিনের মতো শনিবার রাত নটার সময় দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। দোকানে তালা দেওয়ার সময় তার বাইকটি দাঁড় করানো ছিল রাস্তার ধারে। সেই বাইক এর মধ্যেই বেশকিছু সোনার গহনা ও সারাদিনের বেচা কেনার টাকা রাখা ছিল। কিরণ মজুমদারের অসাবধানতার সুযোগেবাইকের দিকে থেকে টাকা ও সোনার গহনা নিয়ে অন্য বাইকে চেপে চম্পট দেয় দুই ছিনতাইকারী। এই ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোলপুর শহরের মধ্যেই এইভাবে ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরের মানুষ তীব্র নিরাপত্তাহীনতায় ভুগছেন। গোটা ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ।

No comments