মাছ ধরে সমুদ্র থেকে ফেরার পথে নৌকাডুবি, যাত্রীরা নিরাপদ হলেও খয়ক্ষতি প্রভূত
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
গতকাল সন্ধ্যায় সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় একটি নৌকা ডুবে যায়। নৌকায় ৭ জন যাত্রী ছেলেন। তাঁরা প্রত্যেকে নিরাপদে ফিরতে পেরেছেন । তাঁদের মধ্যে দুজন সামান্য অসুস্থ হয়ে পড়েছেন।
নৌকাটি পুরো পাল্টি খেয়ে যাওয়ার জন্য লম্বালম্বিভাবে ফেটে গেছে।
নৌকার মালিকের নাম তাপস ওঝা। বগুড়ান জাল পাই ২ নং মৎস্য খটির সদস্য।
খবর পাওয়ার সাথে সাথে পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরামের কার্যকরী কমিটির সদস্য রবীন্দ্রনাথ ভূঞ্যা ঘটনাস্থলে পৌঁছান। মরশুমের শুরুতে এইধরনের ক্ষতি পুরো পরিবারের দুঃশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে।
No comments