পাঁচিল কান্ডে শান্তিনিকেতনে বীরভূম জেলা পুলিশের দল
রোহিত সেখ, নিউজ অনলাইন,কীর্ণাহার, বীরভূম: শান্তিনিকেতনে পাঁচিল কান্ড, তদন্তে বিশ্বভারতী উপাচার্য দপ্তরে পৌঁছলো শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির সঙ্গে বিশ্বভারতীর কর্তৃপক্ষ গন্ডগোল বাদে দফায় দফায় 17 ই আগস্ট রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে শান্তিনিকেতনের পৌষ মেলার মাঠ যে সমস্ত নির্মাণ সামগ্রী ছিল সেগুলো কে ভেঙে তছনছ করে দেওয়া হয় বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প সেটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় পরে শান্তিনিকেতনের পৌষ মেলার গেট রয়েছে সেটাকে জিসিপি দিয়ে ভাঙচুর করা হয়। দুবরাজপুরের বিধায়ক নরেশ চন্দ্র বাউড়ি নির্দেশেই সেদিনের মিছিল হয়েছিল বলে অভিযোগ তার পরই শুরু হয় শান্তিনিকেতনে পাঁচিল ঘেরা নিয়ে রাজনৈতিক চাপা নত অধ্যাপকের বাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন ব্যানারে প্রতিবাদ জানাই পরবর্তীকালে বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং সাইকেলে চড়ে বিভিন্ন শ্রমিকদের বাড়ি গিয়ে গিয়ে অভাব-অভিযোগের কথা শুনেন পাশাপাশি আশ্বাস দেন।শান্তিনিকেতনের মেলার মাঠে প্রাচীর তৈরি করাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা ও ভাঙচুর হয়েছিল তার তদন্তে এল রাজ্য পুলিশ আজ সকালে সাড়ে বারোটা নাগাদ বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসে উপাচার্যের সঙ্গে দেখা করতে এলেন শান্তিনিকেতন থানার ওসি ও বেশকিছু পুলিশ আধিকারিক।
No comments