বিষাদের সুর কাটিয়ে দুর্গা আরাধনায় খুঁটি পূজা করল পাঁশকুড়ার চৌরঙ্গী মোড় পুজো কমিটি
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
অনেকে ভেবেছিল এবছর হয়তো করোনা দাপটে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মাটি হয়ে যাবে ।কিন্তু সব রকম বাধা বিপত্তি কাটিয়ে সরকারি নির্দেশ মেনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকদিন পরেই মহালায়া পিতৃপক্ষের শেষ মাতৃ পক্ষের শুভ সূচনা। তার আগেই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া চৌরঙ্গী মোড় পুজো কমিটির উদ্যোক্তারা খুঁটি পূজা সেরে নিলেন। কমিটির উদ্যোক্তারা জানান যে করোনা মহামারীর কারণে এবছরের পুজোর বাজেট কম। নিয়মনিষ্ঠা মেনে হবে পুজো। পুজো আসছে কিন্তু আগের মত নয় । সংক্রমণের ভয়ের মধ্যে পূজার্চনা করব। আমরা চেষ্টা করব যাতে দূরত্ব বজায় রেখে এবং সরকারি সমস্ত বিধি নির্দেশ মেনে পূজার্চনা করার।
No comments