বীরভূমে সরকারি জমিতে রিসোর্ট নির্মাণের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে
রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্ণাহার, বীরভূম: সরকারি জমিতে রিসর্ট নির্মাণ করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন ওই এলাকার আদিবাসী মানুষজন। পাল্টা ওই তৃণমূল কর্মীর অভিযোগ রিসোর্ট করার জন্য স্থানীয় কিছু আদিবাসী যুবককে কাটমানি দিতে হবে। এই নিয়ে দুই পক্ষ শান্তিনিকেতন থানায় দ্বারস্থ। থানার সামনে আমপাতা ঘুরিয়ে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে শান্তিনিকেতন থানার রুপপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কবি মোহনপুর মৌজায় বনে পুকুর ডাঙ্গার কাছে একটি সেচ ক্যানেেেল বুজিয়ে রিসোর্ট করার অভিযোগ উঠল তন্ময় ঘোষ নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদ করতে গেলে দলবল নিয়ে এসে শাসানি অভিযোগ এমনকি বোমা মারার হুমকি আদিবাসী অধ্যুষিত মানুষজনদের। জানা গিয়েছে বোনের পুকুর ডাঙ্গা সেচ ক্যানেলের পাশে ওই তৃণমূল কর্মীর বেশ কিছু জায়গায় রয়েছে যার মধ্যে সেচ দপ্তরের 100 শতক জায়গা ঢুকে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই সরকারি জমির উপরে প্রভাব খাটিয়ে ওই ব্যক্তির রিসোর্ট নির্মাণ করেছিলেন। এনিয়ে পঞ্চায়েতে জানানো সত্ত্বেও উনি বেআইনিভাবে সরকারি জমিতে রিসোর্ট নির্মাণ করেছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ও একাধিকবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই এদিন শান্তিনিকেতন থানায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিনেতা তৃণমূল কর্মী তার বক্তব্য যে বহু ডাঙ্গার কিছু আদিবাসী যুবক তার কাছ থেকে প্রায় তিন লাখ টাকার কাঠ মানি চাইছে সেটা দিতে নারাজ হলেই এ ধরনের অভিযোগ করছে। রুপ পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বক্তব্য সরকারি জমির ওপর একটি বেআইনি নির্মাণ হচ্ছিল আদিবাসীরা অভিযোগ করেছিল সেই পরিপ্রেক্ষিতে সেই কাজ বন্ধ করে দেয়া হয়েছে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ সেই রকম ব্যবস্থা নেওয়া হবে। দুই পক্ষের খতিয়ে দেখছে পুলিশ ।
No comments