সরকারি জমি দখল করে রিসোর্ট তৈরির অভিযোগ, আদিবাসীরা গাঁওতা চরকা পুঁতে বন্ধ করে দিলো কাজ
রোহিত সেখ, নিউজ অনলাইন, কীর্ণাহার,বীরভূম: শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের বনের পুকুর ডাঙ্গায় সরকারি সেচ দপ্তরের জমিতে অবৈধভাবে রিসোর্ট নির্মাণের অভিযোগ ওঠে এক তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। সেই পরিপ্রেক্ষিতে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা মঙ্গলবার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই নির্মীয়মান রিসোর্টের মালিক তৃণমূল সমর্থক তন্ময় ঘোষ পাল্টা অভিযোগ করেছিলেন এলাকার কিছু আদিবাসী যুবক ও অন্য এক রিসোর্ট মালিক তার কাছ থেকে তিন লক্ষ টাকা তোলা চাইছে।সেই টাকা না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ওই স্থানে গিয়ে পৌঁছায় আদিবাসী গাঁওতা। তারা গিয়ে আদিবাসী রীতি অনুযায়ী মাদল বাজিয়ে রিসোর্টের কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে আসে। পাশাপাশি তাদের দাবি ওই এলাকার জমিতে আদিবাসীরা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। তাই ভূমি রাজস্ব দপ্তরে তারা আবেদন করেছেন ওই জমি তেল কোন নির্মাণ যাতে না হয় সেই বিষয়টি দেখার। বুধবার আদিবাসী গান তার পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে সরকারি পরিদর্শনের আগে যদি কোনরকম নির্মাণ কাজ হয় তাহলে এর পরে ওই রিসোর্ট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
No comments