নকশালবাড়ির সাতভাইয়া টোলগেটে বাসের টোল নির্ধারণের দাবিতে বিক্ষোভ বাসকর্মীদের
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
ফের একবার বাসের নির্ধারিত টোলট্যাক্সের দাবিতে এদিন শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের সাতভাইয়া টোলগেটে বাস দাঁড় করিয়ে বিক্ষোভ দেখালেন বাস মালিক ও বাসের কর্মীরা। এই বিষয়ে বাস কর্মীরা জানিয়েছেন যে টোলট্যাক্স কর্তৃপক্ষের সঙ্গে একটা আলোচনা হয়েছিল। তবে এই করোনা মহামারির জন্য আমাদের গাড়ি তেমন চলছে না। এমনকি রাস্তায় যাত্রী উঠছে না। এবং নিজেদেরই পেট চলছে আর মালিকেই বা কি দিব। তারপরেও গত শনিবার আমাদের বলা হয় যে আজকে থেকে টোল দিতে হবে। কিন্তু আমরা টোল দিব না। কারণ এখন আমাদের টোলে ৮৫ টাকা করে নেওয়া হচ্ছে। এবং ছোট টাটা ম্যাজিক এর কাছ থেকে মাসে ৩০০ টাকা নেওয়া হচ্ছে। আর এমনি প্রত্যেকদিন গেলে ২৫ টাকা করে নিচ্ছে। আমরা যখন বলতে গিয়েছিলাম তখন টোন কতৃপক্ষ আমাদের সাথে বসার কথা ছিল। কিন্তু তারা এখন আমাদের কোন গুরুত্বই দিচ্ছে না। তাই আমরা চাই টোল ট্যাক্স কর্তৃপক্ষ আমাদের সাথে বসে বাসে জন্য একটা টোল নির্ধারণ করা হোক। এর পাশাপাশি তিনি আরও বলেন যে এই সমস্যার সুরাহা না হলে ফের বৃহত্তর আন্দলনে নামবেন। অপরদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নকশালবাড়ির থানার পুলিশ। এরপর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর বাসগুলো রওনা দেয়।
No comments