শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে মাদকদ্রব্য ছাড়ার কারণে আত্মহত্যা করল এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকায়
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের সাপটিগুড়ি এলাকায় মাদকদ্রব্য ছাড়ার কারণে বিষ খেয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির মুন্না কুজুর(৪০)। জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি নেশা করতো। এরপর বাড়ির লোকজন অনেক বোঝানোর পড় ওই ব্যক্তি মাদকদ্রব্য ছাড়ার সিদ্ধান্ত নেয়। তবে মাদকদ্রব্য ছাড়ার পর থেকেই ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। অবশেষে শুক্রবার রাতে বিষপান করে আত্মহত্যা ওই ব্যক্তি। এদিন সকালে যখন খাবার জন্য ডাকতে পরিবারের লোকজন তখন দেখতে পান ঘরের মধ্যে পড়ে রয়েছে। এরপর তরীঘরী তাকে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধান নগর থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।
No comments