Recent comments

ads header

Breaking News

শিলিগুড়িতে ডাকাতির আগে পুলিশের জালে পাঁচ দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ,বাইক সহ জাল নোট

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: ফের বড়োসড়ো সাফল্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।ডাকাতির আগেই পাঁচ দুষ্কৃতী দের গ্রেফতার করল পুলিশ। শুক্রবার নিউ জলপাইগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠক করেন ডিসিপি ডিডি কুনওয়ার ভুষন সিং। তিনি বলেন যে এসটিএফ এর থেকে আমাদের কিছে খবর আসে যে বিহার থেকে একটি ডাকাত দল বড়সড়ো ডাকাতির উদ্দেশ্যে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি এলাকায় ঘাঁটি গেড়েছে। এই খবর পাওয়ার পরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিডি ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ তদন্তে নামে। এরপর ওই পাঁচ দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সেনাওয়াজ আনসারি,মিথুন গোয়ালা,মহেন্দ্র যাদব,মহম্মদ আহেমদ,আজয় কুমার। ধৃতদের মধ্যে মিথুন গোয়ালা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ও বাকি চার জন বিহারের বাসিন্দা। এর পাশাপাশি তিনি আরও বলেন যে ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি বাইক,পাঁচটা মোবাইল,১৭টি তাজা কার্তুজ,তিনটি ম্যাগজিন,২২টা ১০০ টাকার জালি নোট,একটি ডঙ্গল। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

No comments