কোলাঘাটে কিষান ও ক্ষেতমজুর তৃনমূল কংগ্রেসের সভায় ৭০ জন নেতাকর্মী তৃনমূলে যোগ দিলেন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
আবারো তৃণমূলের শক্তিবৃদ্ধি, পাঁচজন পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৭০ জন সক্রিয় কর্মী তৃণমূলে যোগদান করলেন শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে।এদিন বিকেলে কোলাঘাটের নোনাচক গ্রামে একসভাঘরে কিষাণ ও ক্ষেতমজুর তৃনমূল কংগ্রেসের এক দলীয় কর্মসূচিতে এলাকার পাঁচজন পঞ্চায়েত সদস্য সহ বিজেপি ও সিপিএম, কংগ্রেস ও নির্দল থেকে প্রায় ৭০ জন কর্মী তৃণমূলে যোগদান করেন। এই দিন এই নব্য তৃণমূল কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কিষাণ ও ক্ষেতমজুর তৃনমূল কংগ্রেসের নেতা হাবিবুল রহমান। এছাড়াও এদিন দলীয় পতাকা তুলেদেন রাজকুমার কুন্ডু,তপন ঘোড়া,সুমিত্রা পাত্র,অসিত ব্যানার্জী সহ একাধিক তৃনমূল ব্লক নেতৃত্ব।
No comments