কাঁচরাপাড়া কাঁপা মোড়ে লরি ও মোটর বাইকের সংঘর্ষে মৃত বাইক চালক
সৌভিক সরকার, নিউজ অনলাইন: শনিবার রাত ১১.৩০ নাগাদ বীজপুর থানার অন্তর্গত কাঁপা এয়ারফোর্স গেটের কাছে বনগাঁ রোডের উপর লরি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী কাঁপা এয়ারফোর্স গেটের কাছে একটি মাল বোঝাই লরির সাথে একটি মোটর বাইকের মুখোমুখি ধাক্কা লাগার পরে, মোটর সাইকেল সহ মোটর বাইকে থাকা আরোহী দূরে ছিটকে যায়। এবং লরির চালক এবং খালাসি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। পুলিশ এসে মৃত বাইক চালকের দেহ কল্যাণী জে এন এম হাসপাতালে পাঠানোর ব্যাবস্হা করে। এবং ঘাতক লরিটি এবং দুর্ঘটনাগ্রস্থ মোটর সাইকেলটি থানায় নিয়ে যায়। মৃত বাইক চালকের নাম তাপস পাল(৩০), বাাড়ি কাাঁপা পঞ্চায়তের পলাশী এলাকায়।
No comments