ইছাপুরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি
সৌভিক সরকার, নিউজ অনলাইন: শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার ইছাপুর অরবিন্দ পল্লিতে বিজেপী কর্মী আশুতোষ সিংকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতিরা। তার চিকিৎসা চলছে ব্যারাকপুর বি,এন,বোস হাসপাতালে।বুকের পাশ ঘেঁষে গুলি বেড়িয়ে যায়।অল্পের জন্য রেহাই পেয়ে যায় ওই বিজেপি কর্মী।ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
No comments