খেজুরিতে মৎস্যজীবিদের জালে ধরা পড়ল বাচ্চা কুমির
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: খেজুরিতে মৎস্যজীবিদের জালে উদ্ধার হল বাচ্চা কুমির। খবর ছড়িয়ে পড়তে কাতারে কাতারে মানুষ ভীড় জমায়। ঘটনার জানতে পেরে হাজির হয় বনদপ্তরে অধিকারীরা।খেজুরি তথা কাঁথির সমুদ্র উপকূলে কুমির ধরা পড়ার ঘটনা সম্ভবত এই প্রথম। বর্তমানে কুমিরটি বন দপ্তরের খেজুরির বিট অফিসের তত্ত্বাবধানে রয়েছে। কুমিরটি লম্বা প্রায় এক ফুট।জানা গিয়েছে শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নিচকসবা গ্রামের বাসিন্দা মাছ ধরে জীবিকা নিবারন করেন। এলাকায় বাসিন্দা মৎস্যজীবী নভেন্দু দাস সমুদ্র সংলগ্ন খাঁড়িতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেই সময় তাঁর জালে উঠে আসে কুমিরটি।কুমির ধরা পড়েছে, এমন খবর পেয়ে বহু মানুষ সেটি দেখতে ভিড় জমায় এলাকায় বাসিন্দারা।খবর দেওয়া হয় বন দপ্তরে। দ্রুত ঘটনার স্থলে ছুটে আসেন বনদপ্তরের অধিকারীরা।জেলা বন দপ্তরের অতিরিক্ত আধিকারিক এসে কুমিরটিকে নিয়ে যান।
No comments