বারাসাত জেলা পুলিশের সাফল্য, উদ্ধার ১৫৪ টি মোবাইল
সৌভিক সরকার, নিউজ অনলাইন: মোবাইল চুরি, পকেটমারি, সন্দেহ জনক ভাবে হারিয়ে যাওয়ার অভিযোগ জমা পড়ছিল বেশ কিছুদিন ধরেই।পুলিশ নড়েচড়ে বসেছিল সে সময়ই তথাপি মোবাইল চুরি বা হারানোর সংখ্যাটা ইদানীং অতিরিক্ত বেড়ে যায়।বারাসাত জেলা পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রূপের(এস ও জি)র তরফ থেকে অভিযান চলছিল ১৫-২০ দিন ধরেই। বারাসাত পুলিশ জেলার বারাসাত, মধ্যমগ্রাম, দত্ত পুকুর বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হয় ১৫৪ টি মোবাইল। উদ্ধার হওয়া ফোনের মালিকদের শুক্রবার বারাসাত জেলা পুলিশের তরফে বারাসাত পুলিশ সুপারের কার্যালয়ে আসতে বলা হয়। শনিবার বারাসাত জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বেশ কয়েকজনের হাতে তুলে দেন মোবাইল। প্রাপকরা দীর্ঘদিন বাদে মোবাইল ফেরত পেয়ে খুশি।
No comments