পাঁশকুড়ায় বিজেপি যুব মোর্চার পথ অবরোধ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে শনিবার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের কেশাপাট এ পথ অবরোধ সংঘটিত হলো। তাদের দাবি বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কে অন্যায়ভাবে গ্রেফতার করার প্রতিবাদে এদিনেেেরর এই পথ অবরোধ। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে যুবনেতা প্রতীক পাখিরার নেতৃত্বে আধঘন্টা ধরে এই পথ অবরোধ চলে।
No comments