পুলিশ দিবসে মৌচাষিদের পাশে গাইঘাটা থানা
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
লক ডাউন ও আমফান ঝরে অসহায় হয়ে পরেছে গাইঘাটা এলাকার মৌমাছি চাষিরা। ঠিক মৌ মাছির খাবার জোগাতে পারছেন না তারা। তাদের কথা জানতে পেরে মঙ্গলবার পুলিশ ডে তে মৌ চাষিদের হাতে ৫০ কিলো করে চিনি তুলে দিলেন গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক।
মৌমাছি চাষিরা জানান দীর্ঘদীন লক ডাউন তার মধ্যে আপফান ঝরে ব্যপক ক্ষতি হয়েছে তাদের। মাঠে ঘাটে ফুল না থাকায় মৌ মাছি ঠিক মত প্রকৃতিক খাবার পাচ্ছেন না। বর্তমানে মৌ মাছিদের কৃত্রিম খাবারের যোগান তারা দিতে পারছেন না। মৌ মাছি বাঁচিয়ে রাখা তাদের দায় হয়ে পড়েছে। তাদের কথা জানতে পারে পুলিশ ডে তে তাদের হাতে মৌ মাছি খাদ্য হিসাবে চিনি তুলে দেন গাইঘাটা থানার পুলিশ কর্মীরা৷ পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
No comments