পেটে ব্যথার সমস্যা ঠিক করে দেওয়ার অছিলায় একাধিকবার ধর্ষণ তান্ত্রিকের, গ্রেপ্তার গুণধর তান্ত্রিক
সৌভিক সরকার, নিউজ অনলাইন:
উত্তর ২৪ পরগনা গোপালনগর থানার আকাইপুর এলাকার তান্ত্রিক শিবু মজুমদারের বাড়িতে একবছর আগে পেটে ব্যথার সমস্যা নিয়ে গিয়েছিলেন গোপালনগর বৈরামপুর কানসোনা গ্রামের ২৩ বছরের যুবতী । পেটে ব্যথা ঠিক করে দেওয়ার অছিলায় একাধিকবার ওই যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তান্ত্রিক শিবু মজুমদারের বিরুদ্ধে।অবশেষে সোমবার দুপুরে গোপালনগর থানায় ৫০ বছরের তান্ত্রিক শিবু মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ওই যুবতী। যুবতীর অভিযোগ পেয়ে গোপালনগর থানার পুলিশ গুণধর তান্ত্রিককে গ্রেফতার করে ও নির্যাতিতা মেয়েটিকে মেডিকেলের জন্য পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে।
No comments