শিলিগুড়ি মহকুমার হেটমুড়ি সিংহীঝোড়া এলাকার ৭০টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের হেটমুড়ি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭০টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন নতুনদের হাতে দলীয় পতাকা তুলে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা ফাঁসিদেওয়ার ব্লক ২ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ। এছাড়া এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ ছোটন কিসকু,হেটমুড়ি সিংহীঝোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান দেওয়ান লিম্বু সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা ফাঁসিদেওয়ার ব্লক ২ এর তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ বলেন যে গোটা রাজ্য জুড়ে আজকে বিভিন্ন দল থেকে আমাদের দলে যোগদান চলছে। এবং তার ব্যতিক্রম আমাদের ফাঁসিদেওয়া ব্লক না। এদিন ৭০টি পরিবার বিজেপি ও সিপিএম ছেড়ে আমাদের দলে যোগদান করলো। এবং আরও বেশি যোগদান করার কথাছিল কিন্তু বৃষ্টির কারণে তারা আসতে পারেছি। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আপনারা দেখে থাকবেন যে লোকসভা নির্বাচনের পর মানুষ বুঝতে পারছে যে বিজেপি একটা ভাওতাবাজির দল। শুধু জাতপাতের রাজনীতি করে মানুষের উন্নয়ন আজ পর্যন্ত করতে পারেনি। উন্নয়ন যদি করতে পারে সে হল আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একের পর এক উন্নয়ন কন্যাশ্রীতে আমরা বিশ্ব সেরা হয়েছি। এবং কয়েকদিন আগেই আমরা উপহার পেলাম সবুজসাথী ও উতকৃষ্ট বাংলা। মানুষ বলে যে মমতা ব্যানার্জি একটা জাতের উদ্দেশ্যে বেশি কাজ করে এইটা একদম ভুলধারনা। ইমাম ভাতা যেমন দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল ঘোষনা করেছে যে পুরোহিতদের ভাতা দেওয়া হবে। এবং এই করোনার মধ্যে পূজো পেনডেরগুলো চাঁদা তুলতে পারবে না। তাই সমস্ত পুজো পেনডেলগুলোকে ২৫ হাজার টাকা করে অনুদান দেবেন। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী। এবং আমাদের নেত্রী সর্বধর্ম নিয়ে চলেন সকলের পাশে থাকেন।
No comments