Recent comments

ads header

Breaking News

শিলিগুড়ি মহকুমার বিধাননগরের বেললাইনে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন: 
মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মতিধর চা বাগানের বেললাইন এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ব্যক্তির নাম দাসু কুজুর(৩০)। জানা গিয়েছে সোমবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে খাবার খেয়ে রাতে ঘুমাতে যায়। এরপর এদিন সকালে যখন ডাকতে যায় তখন কোন সাড়া শব্দ না মেলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এবং ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে দেখতে পান যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই দেখে তরীঘরী খবর দেন বিধাননগর থানার পুলিশকে। এবং পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে কি কারনে আত্মহত্যা করল তা জানা যায়নি। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।

No comments