প্রশংসা করে টুইট বার্তা উপরাষ্ট্রপতির, খুশি শিলিগুড়ির মুনমুন সরকার
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
করোনা আক্রান্তদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়া শিলিগুড়ির মহিলা টোটো চালক মুনমুন সরকারের কাজের প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। রবিবার তিনি মুনমুনের ছবি দিয়ে টুইট করেন। সেই টুইট বার্তায় জানান করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার যে কাজ মুনমুন করছে তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই রকম নিঃস্বার্থ কাজ অন্যদের জন্য নজির হতে পারে। টুইটের কথা জানতে পেরে আপ্লুত মুনমুন সরকার। তিনি বলেন যে আমি ভাবতেই পারছি না। আমার খুব গর্ব মনে হচ্ছে। এবং এই আনন্দ ভাষায় প্রকাশ করা যায়না। অপরদিকে এই করোনা সংকটে যখন করোনা সংক্রমিতদের থেকে তাদের আত্মীয়রাও মুখ ফিরিয়ে নিচ্ছে। তখন ডাক পেলেই টোটো নিয়ে হাসপাতালে পৌছে দিচ্ছেন মুনমুন সরকার। নিজের চিন্তা না করে ঝড়, বৃষ্টি মাথায় নিয়ে পৌছে যায় তিনি।
No comments