বালুরঘাট কাঁঠালপাড়া এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের জেলা কার্যালয় এর শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট কাঁঠালপাড়া এলাকায় দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের জেলা কার্যালয় এর শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান শংকর চক্রবর্তী,জেলা তৃণমূলের যুগ্ম কো-অর্ডিনেটর সুভাষ চাকি ও ললিতা টিগ্গা, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা যদিও এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন না তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত বালুরঘাটে তৃণমূলের কোন জেলা কার্যালয় ছিল না এই প্রথম কাঠালপাড়া এলাকায় একটি দ্বিতল ভবন কে তৃণমূলের দলীয় কার্যালয় করা হলো এর ফলে খুশি আবহ নেতা-কর্মীদের মধ্যে।
No comments